“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫

অথঃ স্বপ্নকথা



    ।। মনোজিত দত্ত ।। 
















ই পাখিটার ডানায়
ওই গাছটার মগডালে
আকাশের অন্তহীনে
নদীর উন্মত্ততায়
আলপথে পায়ে পায়ে
যেতে চাইলেই - মনে হয়
পাখিটা এখন হিংস্র
গাছটা প্রতারক
আকাশটা অনেক ছোট
নদীটা শুকিয়ে গেছে
আর ... 
ঐ আলপথ দিয়েই পালিয়ে গেছে
আমার সব স্বপ্ন-চোরেরা ...

ইতিমধ্যে সভ্যতা অনেকটাই বয়ষ্ক
অপু এখন কুখ্যাত রেল-ডাকাত
দুর্গা ঝালমুড়ি বেঁচে রেললাইনে
ভাইফোঁটার চন্দনবাটি হাতে
পারু নিষিদ্ধপল্লীর মক্ষিরানি
দেবদাসের কামুক ঠোঁটে রক্তাক্ত স্বপ্ন আঁকে
রঞ্জন সন্ত্রাসের নিঃখোঁজ তালিকায়
নন্দিনী আজও রাজভোগের নৈবেদ্য

ইতিমধ্যে শ্রীকান্ত পাড়ার আড়াইফুট দাদা
তবে নরেশ এম.এ. পাশ করে
সমাজ বিদ্যায় ...  

কোন মন্তব্য নেই: