“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫

কুয়াশা এবং ...














।। মনোজিৎ দত্ত ।।

মাঝে মাঝে তোকে খুব
কুয়াশা কুয়াশা লাগে
চাদরে আবৃত রাখিস  
সরীসৃপ শীতলতা ...
       
তোর শান্ত-নীল চোখে নদী
তোর ঘন কালো চুলে বন্যতা  
হাতেগুনা তোর কটা শব্দে
নৈঃশব্দ নিবিড় গাছের পাতায় ...

একজোড়া রাতজাগা পাখি
ঠোঁটে ঠোঁট রেখে -
তোর নাম দিয়েছিল-কুয়াশা
ভিজে ভিজে আলো ছায়ায়
গাছে গাছে পাতায় পাতায়
বিনিদ্র রাতে তারায় তারায়
কুয়াশার জলে বন্যা ...

কোন মন্তব্য নেই: