“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৫

তছনছ




।। মনোজিৎ দত্ত ।।













রও ফাস্ট খোকন
আরও ফাস্ট ... আরও ...
এখন লাইফ মানেই ফাস্ট
লাইফ মানেই গতি
এখন লাইফ মানেই অঙ্ক
লাইফ মানেই দৌড় ...

নইলে পিছিয়ে পড়া
বিনিদ্র রাত
দীর্ঘশ্বাস
আম-জনতা ...

খোকন এখন টোর্নেডো
খোকন এখন সাইক্লোন
খোকন এখন হুদ হুদ
খোকন শুধু তছনছ

কোন মন্তব্য নেই: