।। দেবলীনা সেনগুপ্ত ।।
ধর্ম মহাসভার দীর্ঘ সারির
শেষতম স্থানে
একা দাঁড়িয়েছিলেন ঈশ্বর
প্রবেশাপেক্ষায়
বক্তা এবং শ্রোতাদের প্রত্যেকে
নিজস্ব ধর্মচিহ্ন সহ
চিহ্নিত কুঠুরিতে প্রবেশ করার পরও
তিনি দাঁড়িয়েই রইলেন
একা,অসহায়, বিভ্রান্ত
কেননা,
ঈশ্বরের কোন নিজস্ব কুঠুরি নেই
ঈশ্বরের কোন ধর্মচিহ্ন নেই
ঈশ্বরের কোন চিহ্নিত ধর্ম নেই
প্রেম ও লালন ছাড়া,
ঠিক এক একা নারীর মতো
একা নারীর মতোই
ঈশ্বরের দুচোখে আজ জল শুধু জল
ভালবাসার ও ভালবাসতে না পারার
ঈশ্বরের দুচোখে আজ জল শুধু জল
ভালবাসার ও ভালবাসতে না পারার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন