“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪

সনাতন





।।  ধ্রুবজ্যোতি মজুমদার।।

      


সাগর তো শুকাতে পারে
গ্রহ গ্রহানুতে হতে পারে রূপান্তর,
পাল্টাতে পারে মহাকাশের রঙ
তা বলে কি শক্তির সর্বমোট যোগফলে
....................
পড়বে কোনো প্রভাব??
কঠিন তরল আর বায়বীয়ের
অনন্তচক্রে  সব কিছুই যবে থেকে যাবে
তবে কিসের এতো ভয়, কিসের বিরহ???
তবে কেনোই বা হারানোর ব্যথায় কাতরাবো- -
..................
কিসেরই বা হবে অনুতাপ???????

কোন মন্তব্য নেই: