'আজো আমি মেয়েটিকে খুঁজি'
চাতলা হাওরের সোনালি স্তব্ধতা
আর পড়ন্ত বিকেলের আলো ছায়ার
রহস্যময় হাসি
তার স্থির, শান্ত দুটি চোখে
প্রাচীন সরোবরের স্নিগ্ধ ছায়া ছিল
মায়াময় মুখে।
এখন বরাকজুড়ে তারই খোঁজে
'বেচুবাবু' সেজে ঘুরি মানুষের ভিড়ে
অধৈর্য্য মনের বিদ্রোহ দমন করি
নীরব চীৎকারে।
বিষণ্ণ রাতের স্মৃতি ঢেকে দেয় কুয়াশা
সব হতাশা আর গ্লানি যায় মুছে
নতুন আলোর ছোঁয়া শীতের আমেজ
সঞ্জীবনী মন্ত্র পেয়ে পাখিদের কাছে
যান্ত্রিক গতিতে ছুটি দ্রুত
মেয়েটির খোঁজে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন