একটি শহরের গল্পে
মিশে গেছে আমার জীবন
বহুলোকের ভীড়ে শেঁকড় ছেড়া
ভীষণভাবে একা আমি একজন
বাঁচার তাগিদে বদলে ফেলেছি বাসভূমি
আমার আত্মতত্ত্ব, বেশ-ভূষা, চাল-চলন
অথচ আমারও আছে গৌরবময় ইতিহাস
যদি জানতে চাও তবে ঘুরে এসো
কোন জলাভূমি, কোন হাওর
অথবা সমতল উপত্যকার বুক চিড়ে
বয়ে চলা নদীর পারে পারে-
জলের ঢেউ এ অর্ধেক মুছে যাওয়া
কোন কৈবর্ত পুরুষের দৃঢ় পায়ের ছাপ
আবহমান কাল সাক্ষ্য বহন করছে
কোথায় আমার জন্মের উৎস স্থল...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন