“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪

বিষাদগ্রস্ত জীবন

।। শৈলেন দাস।।




















চিত্রলেখা তুমি তো জাননা
এখন রাত গভীর হলে
পুরনো স্বপ্নেরা দল বেঁধে
আমাকে বিরক্ত করে
আমার একাকীত্বের শান্তিতে
হৈ-চৈ করে বিঘ্ন ঘটায়
তাই ঘুম হয়না আমার রাতে।
জংধরা পুরনো স্মৃতি
আমি না চাইলেও
হুরমুর করে ঢুকে পড়ে
ক্ষয়ে যাওয়া মস্তিষ্কের চিলেকোটায়
আমি দেখতে পাই-
বরাকের ভাঙ্গা পার, ঘোলা জল
কুয়াশা ঢাকা বড়াইলের বুক।
সাফল্যের চূড়ায় পৌঁছতে
মানুষের দৌড়ঝাপ
সেই দলে তুমি, সব বন্ধু-বান্ধব
শুধু আমিই বেমানান।
তাই সেচ্ছা নির্বাসন নিয়ে
আমি চলে এসেছি বহুদূর
বিষাদগ্রস্ত জীবন করেছি আপন
যা মেনে নেয়নি অনেকেই
যেমনটা মেনে নেয়নি আমার মা।

কোন মন্তব্য নেই: