“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪

মাটির ময়নাঃ মাটি ও মানুষের অনন্য গল্প


('মাটির ময়না' দেখার অব্যবহিত পরে, ২০০৫- এ করিমগঞ্জের 'ঋত্বিজ' মুখপত্রের কোনো এক সংখ্যার জন্য লেখাটা তৈরি হয়েছিল। স্বাভাবিক ভাবেই তখন ইউনিকোডে লেখা সম্ভব ছিল না আমার পক্ষে। সেই দীক্ষা অনেক পরের। সম্প্রতি মাটির ময়না নিয়ে কথা হচ্ছিল ঈশানে। তাই মনে হলো ছবিতেই লেখাটা তোলে দেয়া যাক। এখানে ছোট দেখালেও কোনো সমস্যা নেই। ছবিতে দু'বার ক্লিক করুন ছবি আলাদা করে বড় হয়ে যাবে, ইচ্ছে মতো মাউসের চাকা ঘুরিয়ে এর পরে ছোট বড় করে পড়তে পারবেন। --মৃন্ময় দেব।... )







 এই নিয়ে "পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়" শিরোনামে সপ্তর্ষি বিশ্বাস এর আরেকটি লেখা এখানে পড়তে পারেন, সঙ্গে দেখতে পারেন ছবিটাও।

কোন মন্তব্য নেই: