“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৯ মে, ২০১৩

লহ প্রণাম

 
  ।।পিংকি পুরকায়স্থ চন্দ্রানী।।
বৃষ্টি হয়ে ঝরে পড়েছে আজ ভোরের আহুতি,
মেঠো পথে থৈ থৈ আলপনা।
তুমি মিশে গেছ ঈশানের হাওয়ায় হাওয়ায়,
রেখে গেছ ঠিকানা সদ্য মা বলতে শেখা শিশুর,
আধফোঁটা বুলিতে।
উনিশের প্রহরী,মৃত্যুজয়ী শহীদ,
লহ প্রনাম, ১৯শের দৃপ্ত মিছিলে,
মাতৃভাষা চতুর্থাক্ষরী মন্ত্রের ,
গম্ভীর সামগানে।

কোন মন্তব্য নেই: