।। লক্ষ্মণ কুমার ঘটক।।
লোকটি প্রতিদিন চা বানায়
কথা বলে
মাঝে মাঝে মিছিলে যায়।
মিছিলে অন্যদের মতো সেও
শ্লোগানে গলা তুলে
ছোপ ছোপ নীল দাগানো সার্ট যখন
শরীরের লেপ্টে যায়,
তখন সে ছায়া খোঁজে।
মাঠ জুড়ে ছায়ার আকাল;
সে হাঁটতে থাকে
মাঠ পেরোয়।
গাছের ছায়াকে
সে জড়িয়ে ধরে
ভাবে, মানুষ তো নিজেই গাছ হতে পারে;
পারে ছায়া দিতে।
ছায়া পেলেই মানুষ
নিজেকে ছাপিয়ে
অন্যের কথাও ভাবে,
তখনই সে চা খায়
মিছিলেও যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন