“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৫ মে, ২০১৩

মিছিল ও ছায়া


।। লক্ষ্মণ কুমার ঘটক।।

লোকটি প্রতিদিন চা বানায়
কথা বলে
মাঝে মাঝে মিছিলে যায়।

মিছিলে অন্যদের মতো সেও
শ্লোগানে গলা তুলে
ছোপ ছোপ নীল দাগানো সার্ট যখন
শরীরের লেপ্টে যায়,
তখন সে ছায়া খোঁজে।

মাঠ জুড়ে ছায়ার আকাল;
সে হাঁটতে থাকে
মাঠ পেরোয়।

গাছের ছায়াকে 
সে জড়িয়ে ধরে
ভাবে, মানুষ তো নিজেই গাছ হতে পারে;
পারে ছায়া দিতে।

ছায়া পেলেই মানুষ
নিজেকে ছাপিয়ে
অন্যের কথাও ভাবে,
তখনই সে চা খায়
মিছিলেও যায়।

কোন মন্তব্য নেই: