“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৫ মে, ২০১৩

মাউস


।।লক্ষ্মণ কুমার ঘটক।।

মাউসের তারটা দেখা যাচ্ছিলো শুধু
বাকিটা ব্যারিকেডের অন্তরালে।
অনেক হিজিবিজি কেটে
মানুষগুলোকে আড়াল করি।
আমিও আড়াল চাই
হাঁটা, দৌড়, কসরতের কাহিনী
সব আড়ালের জন্যই।
মাউস স্পর্শ করি,
মনে মনে বলি,
তোর আড়াল তো আমি।
সে বলে, চাই না তোমার আড়াল হতে
এক মুঠো সোহাগের জন্যই তো বেঁচে থাকা,
আড়াল আমাকে ব্যাভিচারি করেছে।
আমি আড়াল চাই না
তোমাকে তো নয়ই।

কোন মন্তব্য নেই: