।।লক্ষ্মণ কুমার ঘটক।।
মাউসের তারটা দেখা যাচ্ছিলো শুধু
বাকিটা ব্যারিকেডের অন্তরালে।
অনেক হিজিবিজি কেটে
মানুষগুলোকে আড়াল করি।
আমিও আড়াল চাই
হাঁটা, দৌড়, কসরতের কাহিনী
সব আড়ালের জন্যই।
মাউস স্পর্শ করি,
মনে মনে বলি,
তোর আড়াল তো আমি।
সে বলে, চাই না তোমার আড়াল হতে
এক মুঠো সোহাগের জন্যই তো বেঁচে থাকা,
আড়াল আমাকে ব্যাভিচারি করেছে।
আমি আড়াল চাই না
তোমাকে তো নয়ই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন