শরীরে মেখেছি বর্ষা তবুও অচেনা। কিছু না বলে হাঁটা শুরু করে। আমি মুখ ফেরাই, তখনই আমার দু'চোখে হাতের স্পর্শ। শোনা যায় বর্ষার গান; আবারো জলভরা আবেশ, তাই মেঘ নাচে, পাল্টায় রঙ, কখনও সাদা, কখনও কাজল রেখা। যায় বর্ষা মেঘের কাছে, কাজল আঁকা হয়। কিছুই বলে না বর্ষা, এমনকি মেঘের খুনসুটিতেও না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন