বরাকের মাটিতে বাঙালির বুকেতে
রাখিল সকলে প্রাণের বদলে
বাংলা ভাষা'কে।
শেখাল বাংলার নব প্রজন্মকে-
হারানো গৌরব ফিরিয়ে পেতে
নিজের অধিকার ছিনিয়ে নিতে।
জাগাল মনে- "নিজত্ব, স্বতন্ত্র ও নিজস্ব"
এই ভাবনাগুলিকে।
প্রথিত হোক সবার হৃদয়ের মাঝে
প্রত্যাশা এই নব প্রজন্মের কাছে
চিনে যেন নেয় জেনে যেন নেয়
"ক-ত-কা-শ-বী-সু-কু-স-হী-চ-সু"-কে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন