।।লক্ষ্মণ কুমার ঘটক।।
শব্দের কোন ভনিতা নেই,
ভনিতা মানুষের।
ঘুমটুকু বিয়োগ করলে যা থাকে,
তাতে ভনিতা কত শতাংশ,
এই নিয়ে গবেষণার অবকাশ আছে,
যেমন আছে ভনিতার রকমফের নিয়ে।
এখন আবার ভনিতার প্রতিযোগিতা;
খবরটি কানে এলো,
কানের আর দোষ কি,
ভনিতা তো আর কানের সংজ্ঞা জানে না।
কান জানে শব্দকে,
শব্দ জানে কথাকে,
আর কথা জানে মনকে।
এইভাবে ভনিতা হয়ে উঠে
শব্দের আবেশ
মনের খুনসুটি
আর কানের মাধুর্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন