“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৭ জুন, ২০২২

জলস্ফীতি


 ।। মিঠুন ভট্টাচার্য ।।












রাকের বহমানতা
যেভাবে মিশে আছে আমার অন্তরে,
তাকে বিদায় জানিয়ে
নতুন পরিষ্কার জলে চান করতে বড় সাধ জাগে।
অবরুদ্ধ মানুষ,
জলের তেষ্টা,
হঠাৎ করে থমকে পড়া জীবন,
আবেগ সঞ্চারী মুখে বিস্ফোরণ,
সবই একদিন শেষ।
তবু বুকে লেগে থাকা স্মৃতির আস্তরণ
হয়তো পলিমাটিতে ঢাকা পড়বে।
কিছুই থেমে থাকে না
মিশে যাবে উচ্ছল সাগরে। 

কোন মন্তব্য নেই: