।। মিঠুন ভট্টাচার্য ।।
বরাকের বহমানতা
যেভাবে
মিশে আছে আমার অন্তরে,
তাকে
বিদায় জানিয়ে
নতুন
পরিষ্কার জলে চান করতে বড় সাধ জাগে।
অবরুদ্ধ
মানুষ,
জলের
তেষ্টা,
হঠাৎ
করে থমকে পড়া জীবন,
আবেগ
সঞ্চারী মুখে বিস্ফোরণ,
সবই
একদিন শেষ।
তবু
বুকে লেগে থাকা স্মৃতির আস্তরণ
হয়তো
পলিমাটিতে ঢাকা পড়বে।
কিছুই
থেমে থাকে না
মিশে
যাবে উচ্ছল সাগরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন