।। মিঠুন ভট্টচার্য ।।
সম্পর্কের কিছু লিখি
পরিবার বৃত্তান্তে।
অনেক অমূল্য বাঁধন
তোলা থাকে
কবির কবিতায়,
নিজের অনুষঙ্গে।
বিজ্ঞান বলে
বহুকোষী বিবর্তনের ইতিহাসে
সবাই এক সূত্রে গাঁথা।
তবু বেড়াজালে আগলে
অসাম্যের ব্যথা-অপমানে,
উদ্বৃত্ত লোভের ফাঁদে
হিংসা রচনা করি।
শক্তিপীঠে একাত্ম হই।
পেছন ফিরেই
আবার আগ্রাসী,
সব বই খাতা উপড়ে
সসীম থেকে অসীমে
স্থাপিত হই।
পরিবার বৃত্তান্তে।
অনেক অমূল্য বাঁধন
তোলা থাকে
কবির কবিতায়,
বিজ্ঞান বলে
বহুকোষী বিবর্তনের ইতিহাসে
সবাই এক সূত্রে গাঁথা।
তবু বেড়াজালে আগলে
অসাম্যের ব্যথা-অপমানে,
হিংসা রচনা করি।
শক্তিপীঠে একাত্ম হই।
পেছন ফিরেই
আবার আগ্রাসী,
সসীম থেকে অসীমে
স্থাপিত হই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন