।। মিঠুন ভট্টাচার্য ।।
অনেক তুমিদের ভীড়ে
তুই শেষ বেলায়
বৃষ্টি পরে রামধনুতে ছবি এঁকেছিলি
পশ্চিম আকাশে।
ঘরে বাইরে
ধূপ-ধূনোর গন্ধে
যখন ঠাকুরঘরে আলো জ্বলল,
তখন বাইরের আলো মিলিয়ে
কৃষ্ণপক্ষের রাত
অন্ধকার জড়ো করছিলো।
আবার
কোন শুক্লপক্ষে
অন্য তুই,
জোৎস্নার আলোয় নেমে আসবি
আমার ঘরের বারান্দা জুড়ে
এক ছাদের দিনে।
তুই তখন
আমার ঘরের
দেয়াল লিখনে
অহংকারপূর্ণ স্লোগান।
তুই শেষ বেলায়
বৃষ্টি পরে রামধনুতে ছবি এঁকেছিলি
পশ্চিম আকাশে।
ঘরে বাইরে
ধূপ-ধূনোর গন্ধে
যখন ঠাকুরঘরে আলো জ্বলল,
কৃষ্ণপক্ষের রাত
অন্ধকার জড়ো করছিলো।
আবার
কোন শুক্লপক্ষে
অন্য তুই,
আমার ঘরের বারান্দা জুড়ে
এক ছাদের দিনে।
তুই তখন
আমার ঘরের
দেয়াল লিখনে
অহংকারপূর্ণ স্লোগান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন