“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৮ জুন, ২০২২

একাকী ভালোবাসা

 
 ।। মিঠুন ভট্টাচার্য ।। 
 













অনেক তুমিদের ভীড়ে
তুই শেষ বেলায়
বৃষ্টি পরে রামধনুতে ছবি এঁকেছিলি
পশ্চিম আকাশে।
ঘরে বাইরে
ধূপ-ধূনোর গন্ধে
যখন ঠাকুরঘরে আলো জ্বলল,
তখন বাইরের আলো মিলিয়ে
কৃষ্ণপক্ষের রাত
অন্ধকার জড়ো করছিলো।
আবার
কোন শুক্লপক্ষে
অন্য তুই,
জোৎস্নার আলোয় নেমে আসবি
আমার ঘরের বারান্দা জুড়ে
এক ছাদের দিনে।
তুই তখন
আমার ঘরের
দেয়াল লিখনে
অহংকারপূর্ণ স্লোগান।

কোন মন্তব্য নেই: