“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

আত্মকথা


অমৃতের মোহময়তা কল্পনা মাত্র,

জন্ম যাত্রা শেষে মিলে মিশে যাওয়া তপ্ত আগুনে,

শুদ্ধির আশায়, কাঞ্চনের মত।

শূন্যে সৃষ্টি,  স্থিতি,  প্রলয়,

রচে চলে ইতিহাস, কালের খাতায়।

মহাবিশ্বের পরিচয়হীন পথিকেরা,

অবাক বিস্ময়ে আত্মপরিচয় খুঁজে ফেরে,

অণু –পরমানুর নিস্তব্ধ গর্জনে, আকাশের খাঁজে খাঁজে।

৪টি মন্তব্য:

সুশান্ত কর বলেছেন...

বাহ! অনেকদিন পরে চন্দ্রানী! ভালো লাগল!

Chandrani the Dreams বলেছেন...

ধন্যবাদ দাদা

সুশান্ত কর বলেছেন...

ব্লগের নতুন রূপ কি তোমার পছন্দ? এটি কি ব্যবহার বান্ধব? কিছু বলো নি কিন্তু!

Chandrani the Dreams বলেছেন...

ভালোই লাগছে ব্লগের রূপ। সম্পূর্ণ ব্যবহার বান্ধব