“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২ মার্চ, ২০১২

রং

www.commentsCod.com


ব্দের ভেতরে ঢুকে
নির্মাণ করতে চিয়েছি এমন
একটা লাইন, যেতে
পাল্টে দিতে পারি
গোধূলির রং
কিন্তু পেরেছি কি?
দিনের শেষে ক্লান্ত গোধূলি
একই ভাবে স্তব্ধ ছিল,
একই নীরবতা পালন করে গেছে
উত্তর গোধূলি ।
একমাত্র তুমি-ই বলতে পার
এই নীরবতার কী রং ছিল...  

কোন মন্তব্য নেই: