।। অভীককুমার দে।।
বাসা বাসা চেনে
পাখি ডাকে
ভোর হয়
পাখি ভোর বাসা
আশা এক
ভালো হবে সবকিছু।
বাসায় আলো ঢোকে
চোখে পড়ে
রোদ মাখি,
গায়ে রঙ
হাসে কাঁদে
দিন গড়িয়ে রাত,
পরিবর্তন !
ভালোবাসবো বলেই
ভালোর ভেতর
বাসা খুঁজি।
প্রতিদিন
পূর্ণিমার উত্তাপ কমে,
গভীর রাত
শিশির পড়ে
শিউলি ঝরে
বুক পেতে মাটি,
ভালোবাসি বলেই
বাসার ভেতর ভালো
থাকি।
চোখ খোলো জুঁই
বাসায় যদি আশার আলো
ভোর হবে, হবেই
একদিন...
ভালো হবে
বাসা হবে,
ভালোবাসীর ভালোবাসা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন