“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

ভালোবাসী

।। অভীককুমার দে।।

বাসা বাসা চেনে
পাখি ডাকে
ভোর হয়

পাখি ভোর বাসা
আশা এক
ভালো হবে সবকিছু।

বাসায় আলো ঢোকে
চোখে পড়ে
রোদ মাখি,
গায়ে রঙ
হাসে কাঁদে

দিন গড়িয়ে রাত,
পরিবর্তন !

ভালোবাসবো বলেই
ভালোর ভেতর
বাসা খুঁজি।

প্রতিদিন
পূর্ণিমার উত্তাপ কমে,
গভীর রাত
শিশির পড়ে
শিউলি ঝরে
বুক পেতে মাটি,

ভালোবাসি বলেই
বাসার ভেতর ভালো
থাকি।

চোখ খোলো জুঁই
বাসায় যদি আশার আলো
ভোর হবে, হবেই
একদিন...

ভালো হবে
বাসা হবে,
ভালোবাসীর ভালোবাসা হবে।

কোন মন্তব্য নেই: