।। অভীককুমার দে।।
বন্ধু আমার রাতের তারা
স্বপ্নে ভরা ঘুম,
দিনে আলো চিনলো কারা
মনের ভেতর জুম।
বন্ধু আমার বনের কথা
সবুজ গাছের ছায়া,
পাহাড় শরীর নীরব ব্যথা
চোখের ঘরে মায়া।
বন্ধুমুখে কাঞ্চন আলো
জম্পুই ভালোবাসে
মাটির ভাষা বুঝেন ভালো
শব্দসুখে ভাসে।
বৈরাগী মন এলোমেলো
বড়োই আপনজন
কি পেয়েছি কি বা গেল
বন্ধু হারাধন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন