“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ

।। অভীককুমার দে।।

একটি সম্পূর্ণ অসামাজিক ঘটনা অবলম্বনে কিছুদিনের মধ্যেই কুনাগরিক মঞ্চে মঞ্চস্থ হতে যাচ্ছে ধারাবাহিক নাটক, 'বিচার'।

চোখ খোলা রাখুন, দেখবেন--

ধৃতরাষ্ট্রীয় কানা বসে আছেন বিচারকের গদিতে।

ভালো মানুষের মুখোশ পড়ে পঞ্চনৈবেদ্যের পান্ডা। এই রাজনৈতিক জুয়ারিগুলো জুয়া ও সম্পদের নেশায় দিশেহারা। নাগরিক থেকে নিজের বৌ, কাউকে বাজারু করতে দ্বিধা থাকবে না এদের।

কুরবে গা ভাসিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার মতো সাহসী দেখবেন যাদের, তাদের মধ্যে দূর্যোধন যিনি বংশের টাকা গিলে নিজের অস্তিত্বই ভুলে যাবেন।

দুঃশাসনের আলাদা কোনও চরিত্র থাকবে না। কেননা, দুঃশাসনের ভেতরেই অন্তর্নিহিত থাকবেন দুঃশাসন।

দ্বাপর যুগের কৃষ্ণ ত্রেতায় এফিডেভিট করে জন্মালেন বলেই কলির মঞ্চে মায়া হয়ে বিরাজ করবেন মোবাইল ইন্টারনেট এবং আড্ডায়।

মঞ্চে অগণিত দ্রৌপদী লাশে পরিণত হবে। ওদের রক্তাক্ত শরীর ও লাশ ঘিরে ন্যক্কারজনক বিচার হবে।

'বিচার'-'বিচার'-'বিচার'
অবহেলায় বিবস্ত্র নারী ও নির্যাতন দেখার সুবর্ণ সুযোগ হাত ছাড়া না করে নির্লজ্জের মতো লক্ষ্য রাখুন কুনাগরিক মঞ্চের দিকে।

কোন মন্তব্য নেই: