“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

পুতুলমানুষ

।। অভীককুমার দে।।


ধর্ষকের সীমানা থেকে মনোমণ্ডপ বেশি দূরে নয়,
তবু উৎসব জুড়ে পোশাক পরা পুতুল !

স্বচ্ছতার অভিযান শেষে অভিজাত রাস্তা
শকুন্তলা নগর,
খোলা আকাশ মায়াকান্না জানে
না বলেই মুখে কষ্টের কালো মেঘ, বৃষ্টি হচ্ছে খুব,
মানুষের চোখে চোখ রেখে দুর্গার শিশুটি দেখছে--
নতুন পোশাকের ভেতর পুতুলমানুষ।

সেজেগুজে ভিন্ন কাঠামো সব
মণ্ডপের আলোয় প্রতিমা মুখ দেখে হাসছে,
শিশুটিও মুখ বাড়িয়ে মুখ দেখছে অনেক
কেঁদে উঠছে বুক
প্রতিমার মুখ ধর্ষিতা মায়ের মতোই দেখতে !

কোন মন্তব্য নেই: