।। অভীককুমার দে।।
কবির কাছে নদী আছে
কাছে টানে,
কাছে যাই, ছুঁয়ে দেখি নদীকূলের মানুষ।
এখানেই থাকেন কবি সাচীরাম মাণিক
অভাবের সীমানা কাঁটাতার বুকে
গরীবের আমাজনের কাছে ফেনী
বুকে ভিন্ন দেশের জলকথা...
কথাজল হয়ে বয়ে যায়,
আশেপাশে হাঁটে কূল,
দুকূলের বনে মেরুকুম;
এখান থেকেই বলতে পারেন--
'আগুনটা উসকে দাও'।
আমি উপকূলের চাষি
বৃষ্টিজলে গা ভিজিয়ে পরাজয় চেয়েছি জয়ের কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন