“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

এক চিলতে কাতর রোদ

।। অভীককুমার দে।।

কেন জানি বুঝেও বোঝে না কেউ !

দশে দশ মাতিয়ে পুড়ছে আতঙ্ক বাজি,
শব্দ টপকে গেলেই যন্ত্রণায় জনগণ।

এক চিলতে কাতর রোদ
চিতা সাজায়
প্রতিনিধি শরীর চিতায় উঠছে রোজ; এই আয়োজন...
মহড়া মনে করছেন কেউ ?

এই চিতা বাঘ নয়
বাঘ হলে হতে পারতেন বাঘা যতীনের...

মনের খাদ ভরে উঠছে ?
কতিপয় পরিভাষার তরঙ্গ যদি
বাসি লাশ কেটে চলে যাবে ট্রেন
সীমান্ত শহর সাব্রুম থেকে
অসমাপ্তের দিকে...

নির্ঘুম যাত্রী,
চোখ মুখে কাতর রোদ পরিবর্তনের সমানুপাতিক।

কোন মন্তব্য নেই: