“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

নতুন বসন্তে




(C)Image:ছবি















পুরোনো বসন্ত আর আসবে না, রেখে গেছে
সারাটা বছর দাবদাহ, দাবদাহ  এ প্রান্তে ও প্রান্তে
সারাটা বছর হোলি, রক্তের প্রবাহ বয়ে যায়
ছিন্ন হস্ত পদ গলা ছিটায় রঙের পিচকারি।
অভ্যাসবশত ফোটে বার্তাহীন দুচারটি ফুল,
ভুলজন্ম কচিপাতা নড়েচড়ে প্রকট ছলনে 
ভোটের পতাকা আর ফেস্টুনের আড়ালে আবডালে।
এখন সময় এই, বসন্তহীন এক বসন্ত নতুন
শ্মশানের চিতা আজ কত রঙে  জৌলুস ছড়ায়।

কোন মন্তব্য নেই: