“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১১ মার্চ, ২০১৬

রাতভোর - রাগ

॥ নীলদীপ চক্রবর্তী ॥
(C)Iamge:ছবি












মন রেখা কতটা অনায়াস হতে পারে
নিষাদে ধৈবতে কোমল গান্ধারে
কুয়াশা ভোরে তারা কাঁপন লাগায়
এক মাঠময় জল ছুঁয়ে ছুঁয়ে -

সারারাত প্রস্বর বাজে
ছায়ানট শৃঙ্খল করে মায়াবী নারীকে

এই তাঁর মগ্ন গান - সরোদে আঙুল
অনতিস্পষ্ট সুরে মারোয়া আকাশ

ঝিমঝিম ঘোরলাগা পাথরের পায়ে
এমন নেশায় কখন আগে তো টলিনি-

ঝর্ণা ধারায় আকাশ - মল্লার শুনি
আমিরের ললিতে আর রাশিদি বেহাগে...

কোন মন্তব্য নেই: