“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১১ মার্চ, ২০১৬

বসন্ত ধুলো ....পনের

।।  চিরশ্রী দেবনাথ ।।
 
(C)Image:ছবি


















ভীষণ ভালো লাগছে "এই ক্রমাগত না ভালো লাগা
গুচ্ছ গুচ্ছ প্ল্যাটফর্ম
দূরপাল্লার ট্রেনের পাদানিতে কিছু সমুদ্রের ধুলো
ছুঁয়ে, চেটে, লুটেপুটে খাবে তারা আমার রঙ
সমুদ্রবালিতে রঙ দিতে ভুলে গেছে ছবিওয়ালা...
সব প্ল্যাটফর্মে আমি তাই  একাই  এখন রঙ শ্রমণী
ট্রেনের দরজায় সবার পায়ে   কাঁচা রঙ...
কামরায় কামরায় চায়ের সকাল
ছাঁকনিতে ছেঁকে ছেঁকে উঠছে
শুধু দুধ দুধ "না ভালো লাগা
নেশা ...নেশা....  ... মহুয়াদিন ..এই.. .যাপনকাল..

কোন মন্তব্য নেই: