কুমার টুলির মূর্তিগুলি যখন
তুলির শেষ টানের প্রতীক্ষায়
হিমেল বায়ুর সাথে
ক্ষীণ কুয়াশা মিলেমিশে
অনুভূত হয়
এক অপূর্ব স্নিগ্ধতা।
পূব আকাশে জড়ো হওয়া
মেঘের অবয়ব ভেদ করে
ঊষার জাগরণ
যেন পাকা হাতের শ্রেষ্টতম আঁকা।
বরাকপারে দাঁড়িয়ে সেই চিত্র দেখে
কোন কবির মনে হয়
যেন লাল টিপ পরে
অধোবদনে
চোখ তুলেছে চিত্রলেখা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন