।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
(C)Image:ছবি |
হাট বাজার আর শহরগুলো আছে নীরব হয়ে,
মানুষ এখন মানুষ থেকে থাকছে দূরে ভয়ে।
বিশ্ব যেনো চুপটি মেরে করছে বসে ধ্যান,
কেউ দেখিনা গাইতে আসে ধ্যান ভাঙ্গানোর গান।
করোনা যে নিঠুর ভারি গ্রাস করে এ বিশ্ব,
কাল দেখি যে বিশ্বশক্তি আজ দেখি সে নিঃস্ব।
মুখ জুড়ে যে দেখছি ভীতি ছাপ পড়ে তার অঙ্গে,
হারছে মানুষ যুদ্ধ করে ছুট্ট কণার সঙ্গে।
সব আপনজন রাখছি দূরে যায়না করা স্পর্শ,
স্বপ্নসৌধ পড়ল ধসে নেই মনে সেই হর্ষ।
সুখ সবই যে হলো হাওয়া, আসলো সর্বনাশা,
ঘোর বিপদে চাইছে মানুষ প্রভুর ভালোবাসা।
মানুষ এখন মানুষ থেকে থাকছে দূরে ভয়ে।
বিশ্ব যেনো চুপটি মেরে করছে বসে ধ্যান,
কেউ দেখিনা গাইতে আসে ধ্যান ভাঙ্গানোর গান।
করোনা যে নিঠুর ভারি গ্রাস করে এ বিশ্ব,
কাল দেখি যে বিশ্বশক্তি আজ দেখি সে নিঃস্ব।
মুখ জুড়ে যে দেখছি ভীতি ছাপ পড়ে তার অঙ্গে,
হারছে মানুষ যুদ্ধ করে ছুট্ট কণার সঙ্গে।
সব আপনজন রাখছি দূরে যায়না করা স্পর্শ,
স্বপ্নসৌধ পড়ল ধসে নেই মনে সেই হর্ষ।
সুখ সবই যে হলো হাওয়া, আসলো সর্বনাশা,
ঘোর বিপদে চাইছে মানুষ প্রভুর ভালোবাসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন