“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১ মে, ২০২০

সুখের হাওয়া পালিয়ে গেছে



।। এম রিয়াজুল আজহার লস্কর ।।



(C)Image:ছবি















হাট বাজার আর শহরগুলো আছে নীরব হয়ে,
মানুষ এখন মানুষ থেকে থাকছে দূরে ভয়ে।
বিশ্ব যেনো চুপটি মেরে করছে বসে ধ্যান,
কেউ দেখিনা গাইতে আসে ধ্যান ভাঙ্গানোর গান।

করোনা যে নিঠুর ভারি গ্রাস করে এ বিশ্ব,
কাল দেখি যে বিশ্বশক্তি আজ দেখি সে নিঃস্ব।
মুখ জুড়ে যে দেখছি ভীতি ছাপ পড়ে তার অঙ্গে,
হারছে মানুষ যুদ্ধ করে ছুট্ট কণার সঙ্গে।

সব আপনজন রাখছি দূরে যায়না করা স্পর্শ,
স্বপ্নসৌধ পড়ল ধসে নেই মনে সেই হর্ষ।
সুখ সবই যে হলো হাওয়া, আসলো সর্বনাশা,
ঘোর বিপদে চাইছে মানুষ  প্রভুর ভালোবাসা।

কোন মন্তব্য নেই: