“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৯ মে, ২০২০

বাংলা কবিতা:--উনিশ, তুমি রবে অবিস্মৃত!






















 

।। সিক্তা বিশ্বাস ।।

১৯শে মে আমার ভাষা দিবস 
উনিশ আমার জ্বলন্ত শ্বাস! 
উনিশ আমার ঘুম কেড়ে নেওয়া
উনিশ যে শহীদের রক্তে বওয়া!

রাখতে মাতৃভাষার মান
এগারো শহীদের প্রাণের দান! 
অক্ষয় হলো বাংলা ভাষা---
বাংলায় বলা আর বাংলায় হাসা।

কতো বছর গেল পেড়িয়ে 
আজও দিনটি জ্বলন্ত স্মৃতি! 
ভুলিনি! ভুলবো না! এই প্রাণাঞ্জলি
যতই ঘটুক দিন-বছরের বিস্মৃতি!

বাঙালির হৃদয়ে চির অধিষ্ঠিত
বাংলাভাষা যে বাঙালীর সুধামৃত.... 
ভাষাই জাতির মুখ্য পরিচিতি! 
উনিশ, তাই তুমি রবে চির অবিস্মৃত!!

কোন মন্তব্য নেই: