।। সিক্তা বিশ্বাস ।।
১৯শে মে আমার ভাষা দিবস
উনিশ আমার জ্বলন্ত শ্বাস!
উনিশ আমার ঘুম কেড়ে নেওয়া
উনিশ যে শহীদের রক্তে বওয়া!
রাখতে মাতৃভাষার মান
এগারো শহীদের প্রাণের দান!
অক্ষয় হলো বাংলা ভাষা---
বাংলায় বলা আর বাংলায় হাসা।
কতো বছর গেল পেড়িয়ে
আজও দিনটি জ্বলন্ত স্মৃতি!
ভুলিনি! ভুলবো না! এই প্রাণাঞ্জলি
যতই ঘটুক দিন-বছরের বিস্মৃতি!
বাঙালির হৃদয়ে চির অধিষ্ঠিত
বাংলাভাষা যে বাঙালীর সুধামৃত....
ভাষাই জাতির মুখ্য পরিচিতি!
উনিশ, তাই তুমি রবে চির অবিস্মৃত!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন