“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৫ মে, ২০২০

ঘটনা

।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

বনের ধারে বসেছিলাম বানর এলো কাছে,
শুধায় আমায়, তোমার কাছে টাকা কেমন আছে ?
বললাম আমি বেকার মানুষ পকেট থাকে খালি,
এই কথাটা শুনেই বানর দিলো আমায় গালি !
গালি দিয়ে আর থামেনি দৌড়ে উঠে গাছে।
থানায় গিয়ে নালিশ করি ওসি মামার কাছে !
বারো গাড়ি পুলিশ যখন অকুস্থলে এলো,
সঙ্গী ছেড়ে ভয়ে বানর বনের মধ্যে গেলো।
সঙ্গীরা তার বসে গাছে দেখে থানার গাড়ি,
ওসি বলে দুষ্ট বানর ভয় পেয়েছে ভারি।

কোন মন্তব্য নেই: