।। অভীককুমার দে।।
অবাঞ্ছিত ভিড়ের বাইরে উড়তে জানে শকুন
ভিড়ে থেকে মাথা উঁচু করো, দেখো--
শকুনের ঠোঁটে লেগে আছে অবাঞ্ছিত লোম,
কার লোম, কী লোম, কেমন লোম
এসব ভাববার সময় নয় এখন;
দেখো, তেলে ঝিকমিক করছে ডানা,
দূরে থাকো, ভিড়ে থাকো,
ভিড় মিথ্যে বলে না--
যে আমাদের বেশ্যা বানায়
সে আর কি এমন মাগী !
দুগ্গা তো হবে না, দুগ্গা হতে এ পাড়ার মাটি চাই।
এ পাড়ায় অবাঞ্ছিত ভিড়, মাটি নেই
কিছুই খাঁটি নেই।
বাইরে সংখ্যা শকুন, দূর থেকে মুখ দেখে
উড়ে এলেই খুলে নেবে গোপনাঙ্গের কাপড়,
ইজ্জত যাবে কার ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন