“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

নির্লজ্জ

।। অভীককুমার দে।।

অবাঞ্ছিত ভিড়ের বাইরে উড়তে জানে শকুন

ভিড়ে থেকে মাথা উঁচু করো, দেখো--
শকুনের ঠোঁটে লেগে আছে অবাঞ্ছিত লোম,
কার লোম, কী লোম, কেমন লোম
এসব ভাববার সময় নয় এখন;

দেখো, তেলে ঝিকমিক করছে ডানা,
দূরে থাকো, ভিড়ে থাকো,
ভিড় মিথ্যে বলে না--
যে আমাদের বেশ্যা বানায়
সে আর কি এমন মাগী !
দুগ্গা তো হবে না, দুগ্গা হতে এ পাড়ার মাটি চাই।
এ পাড়ায় অবাঞ্ছিত ভিড়, মাটি নেই
কিছুই খাঁটি নেই।

বাইরে সংখ্যা শকুন, দূর থেকে মুখ দেখে
উড়ে এলেই খুলে নেবে গোপনাঙ্গের কাপড়,
ইজ্জত যাবে কার ?

কোন মন্তব্য নেই: