“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

হেইতি থাকতো হারবনি অডা

।। অভীককুমার দে।।



(C)Imageঃছবি












বনবাসীর গন্ধ শুঁকে লঙ্কায় ফিরে এলেই বিভীষণ।

পূর্বোত্তরের পাহাড় বলে
বাংলা থেকে আটক শিবিরের দূরত্ব বেশি নয়।

যে জাতের রক্তে স্বাধীনতা
সে জাত আটক শিবিরে, জীবিত !

কে তিনি বলেছিলেন, 'যেইতি বিয়াইছে... '

যে আকাশের নিচে প্রথম আলো
ঠিক তার নিচে মানুষ খোয়ারে, ঘাস খাবে এই জাত
গরুগুলো পাহারা দেবে
চামড়ার ব্যবসা করবে অমানুষের দল।

ঠিক তারপর বন্ধ ঘরের দেয়ালে ঝুলিয়ে রেখো জাতের ছবি।
যদি প্রতিটি জীবিত ছবির ভেতর জাতের লাশ
তবে অনিবার্য মৃত্যু মিছিল...

কে তিনি বলেছিলেন, 'হেইতি থাকতো হারবনি অডা'
কেউ শুনেও শোনেনি, বেশ...
জাতের অজাত চুপ করে থাক
এ দেশ গোলামের জন্য নয়।


কোন মন্তব্য নেই: