“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

সময় পেলে

।। অভীককুমার দে।।

একবার জিজ্ঞেস করবেন মহোদয়
কেমন আছি
কেমন আছে মানুষ
মানুষের জন্য...

জানি, আপনারা ব্যস্ত
ভীষণ ব্যস্ত করে রেখেছি আপনাদের
পরিযায়ীদের ভিড় ঠেলে আকাশ খোঁজেন
দুমুঠো ভাত মুখে তুলে দেবেন বলে

যদিও আপনারা বেরিয়ে যেতে পারেন আকাশ ফুঁড়ে
শূন্যতায় ভরে ওঠে আমাদের আকাশ।

এমন আহ্নিক গতির মাঝেই আমাদের চোখের জল
পঞ্চবার্ষিকী জমির আলে,
কান্নায় ভেঙে পড়ি,
শিশিরের মতোই গোছানো ভাষণ শুনি নীরবে।

সময় পেলে একবার দেখে নেবেন চোখ
মানুষের জন্য।

কেমন আছে মানুষ ?

কোন মন্তব্য নেই: