।। অভীককুমার দে।।
ভাতের নামে রাজনীতি করতে আসে প্রেমিক !
তলপেট চাপ দিয়ে দেখে
কেমন উত্তাপ জমে এক সমুদ্র চিৎকার
তোলপাড় করে নিদারুণ শিরশির
নাভিমূল ঘোরে।
প্রেমিকের হাত আরও নিচে নেমে এলে
নির্ভেজাল থালায় শূন্য প্রস্তাবনা
আকুতির বিছানা।
সোহাগের নামে অধিকার হারানো শরীর
নিস্তেজ...
খুলে যায় সর্বনাশের পথ,
সরে যায় বুকের আঁচল।
উদোম পাহাড় চষে বেড়ায় অস্ত্রের হাত,
আঘাতে আঘাতে প্রেমের সংজ্ঞা ভুলে গেলে
নিঃশব্দ রক্তনদী
ভাতের থালায় মান চিত্র আঁকে।
এ বুক পতাকা জড়িয়ে থাকার কথা ছিল, অথচ
প্রেমিকের আঙুল জোৎস্না রাতের তারা গোণে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন