“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

পাখি যদি বসে

।। অভীককুমার দে।।

আমার যত গল্প পাতার মতই
সবুজ
প্রতিনিয়তই ঝরে।

একদিন সব পাতা ঝরে যাবে
মচমচে শব্দও থেমে যাবে জানি,
মাটি হবে অবশেষে।
নিঃস্ব ডাল একা হবে,
বহুদূর উড়ে কোনও পাখি যদি বসে
ছবি হবে আকাশের ক্যানভাসে।

পারো যদি কেউ গল্প খুঁজে নিও
শূন্যতার নীলের মতো।

কোন মন্তব্য নেই: