।। অভীককুমার দে।।
ছয় পাড় থেকে চেয়ে আছে চোখ,
দেও মনু একাকার হলো বলে
ধারাজলে আকাশের আলো
সাঁতার কাটে, রঙিন মেঘ অথবা দূরদেশী পাখি
ছায়া রেখে যায় বুকে।
দুদিকের দুটি নদী এক হয়ে একদিকে
ভেতর জলে অন্য কোনও ধারাপাত
বয়ে যায় নদী
বাঁকে বাঁকে জীবনের খোঁজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন