রফিক উদ্দিন লস্কর
জীবনটাকে ঘিরিয়ে আছে
নিত্য নতুন নতুন যন্ত্রে,
মানুষ এই যুগে ও বিশ্বাসী
ঝাঁড় ফুঁক আর মন্ত্রে।
সবখানে সবকাজে প্রযুক্তি
কৃষি, শিক্ষায় ও যুক্ত,
পুরো দুনিয়া হাতের মুঠোয়
সব মানুষেরই ভুক্ত।
দূর হয়েছে অতি কাছে-ই
পাশের বাড়ি-ই বিশ্ব,
যাদের কাছে নেই প্রযুক্তি
তারাই হলেন নি:স্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন