।। অভীককুমার দে।।
কবি, আপনি লিখুন, ওরা পড়বে, নিশ্চিত পড়বে।
কেননা, ওরা ভয় পায়, ওদের অনুভূতি আছে, ওরা এখনও পাথর হয়ে যায়নি।
যদি ভয় না পেত, এপর্যায়ে বিবেক বহন করার কথা নয়,
বুঝে নে'য়া যেত-- ওরা মৃত, ভ্যাম্পায়ার।
মূল্যবোধ বেচে বেঁচে,
পৃথিবীকে অমানুষের সমুদ্রে পরিণত করছে !
মানুষ বিসর্জনের উপকরণ সব...
ভয় কাটিয়ে ওঠার অনুশীলনও জারি রেখেছে ওরা।
যদি এখনও পাথর না হয়, তবে পথ দেখাতে পারে কবিতা।
কবি, আপনি দায়িত্বপ্রাপ্ত নন, দায়বদ্ধ।
সুতরাং লিখুন, ওরা ভয় পাবে এবং পড়বে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন