।। অভীককুমার দে।।
সারাংশ থেকে উঠে আসছে বিষাদ।
বহুদূর হেঁটে আবার বেঁকে যাচ্ছে লাইন !
এমন বাঁকেই বাণিজ্যিক জাহাজ থেমেছিল ঘাটে
বাণিজ্যে লাভ ক্ষতির হিসাব শেষে রাজা যিনি প্রজা
কত যুগের নীল চাষি আকাশের মত,
নীল থেকে রঙের নেশা এবং
চাকা ঘুরতেই সম্রাট তিনি ইতিহাসের !
বৈচিত্র্যের পুরো শরীর জুড়ে ভালোবাসার ক্ষত
ঐক্যের কথা বলে বলেই সংগ্রামী যত ঠিকানাবিহীন
শেষ চিঠি রেখে যায় প্রজন্মের কাছে।
প্রতিদানে বিয়োগ ব্যথা, মানুষের
ভারত ইন্ডিয়া ঘুরে ভারতবর্ষ হিন্দুস্তানের দিকে !
উপন্যাসের শেষ পর্বে এসে দেখো--
অস্থির শরীর, লাশ তুলে নিচ্ছে ইতিহাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন