“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

কবিতা

আকাশ - মাটি
- - - - - - - বিদ্যুৎ চক্রবর্তী ।

আরোও একটু মিশে যেতে হবে
মাটির সাথে -
রণপা চড়ে সবাই চলতে পারে না।
রূপোর চামচ মুখে নিয়ে
ক্ষণজন্মার মাটিতে পা পড়ে না।
আরোও কিছুটা পথ চলার বাকি
আরোও একাগ্রতা, সংযত পদক্ষেপে
এবার বশীকরণ মন্ত্র শেখার পালা।
পথের পাশে চালা ঘরের
একফালি বারান্দায় দাঁড়িয়ে
বৃষ্টি ধারায় মন খারাপের ঢল নামে।
কারণবিহীন কান্না এসে ভেজায় দুচোখ।
আকাশপানে যেতে যেতে
খুঁজে নিতে হবে পায়ের তলায় -
আরোও খানিকটা শক্ত মাটি।
        - - - - - - - - - - - - 

কোন মন্তব্য নেই: