“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩

আবোল-তাবোল





















।। ধ্রুবজ্যোতি মজুমদার।।

                অচল

ই পঙ্কিল পথে মোড় নিও না,
রাজপথে চালাও
তোমার সচল জীবন-চাকা।
স্থবিরতা সকলকে মানায় না
আমাকে থমকে থাকতে দাও
দেখতে দাও "সময়"টাকে-
.....................একটু দেখার মতো দেখা।।
সময়ের সাথে প্রতিযোগিতায় যারা
তাদের কারো হও অনুসারিণী
দিগন্তে উড়াও বিজয়-পতাকা।
প্রতিযোগী হতে যে স্পৃহা নেই মোর
হতে চাই পর্যবেক্ষক,
স্থবির "সময়ে" বসে লিখতে দাও মোরে-
......................"সময়ের ইতিকথা"।।

~~~~০০০~~~


.ত্রাস

অপরিচিত সখা হে
কোন সিটে আছো বসে?
আমার রক্তচালিত বাহনে-
ধরো স্টিয়ারিং,চালক আসনে এসে ।।
দূর্গম পথের নিরন্তর ঘর্ষনে
ক্ষয় হয়ে ঝড় ঝড় ঝড়ছে জীবন,
নিয়ন্ত্রণহীন গাড়ী,অদক্ষ হাতে টালমাটাল
মুহুর্মুহু শিহরিত হই দূর্ঘটনার ত্রাসে ।।
ওহে সখা, সকল দম্ভ গর্ব চূর্ণ আজি
মিটে গেছে সাধ, খেলা সাঙ্গ করো,
দ্রবিত করে দাও "আমিত্ব" তো্মাতে
দাড়াও হে মহাপ্রাণ জীবন সকাশে ।।

~~~~০০০~~~

        জমিদারী
বলিতে পারো-
দৈহিক আকারভেদে প্রাণেরও কি তারতম্য হয় ?
ছোট বড় মাঝারি, অথবা
হালকা বা ভারী ??
কেমনই বা হয়
অনুভূতিগুলো, শীত-গ্রীষ্মাদি, রাগ-ভয় ?
অথবা প্রকারভেদ?
ইতর প্রাণীগুলিতে কোন প্রাণ রয় ???
তোমরা যারা পৃথিবীর বুকে দাগ টেনে
যে যার অধিকার ফলাও,- সীমা নির্ধারণ করো,
কাউকে করো এপার ওপার দু'পার বঞ্চিত;
বলতে পারো----
----- কোন খাজাঞ্ছিখানায় তো্মাদের খাজনা লয়???
জগতের দলিল কে রেখেছো-- কোন্ সিঁদুকে ?!
কেই বা সেই মহামহিম !
যার এই জমিদারীতে----
প্রাণীকূল গর্তে মুখ লুকিয়ে রয় ?
~~~~০০০~~~

      শাশ্বত প্রেম

জ়ানি তুই ফিরবি যেদিন, শুধাবি মোরে
এই ক'দিনে তো্র কথা মো্র- পড়েছিলো কি মনে?
ভাবছি আমি সত্য তো্রে- বলব কেমনে,
সেই ভালো, বলব না হয়--"বেশ ছিলাম মো্র কর্মযজ্ঞ-ধ্যানে" ।
সত্য তো্রে বলতে নারি,নিজেই বা কই সইতে পারি !
সত্য যে তো্র ও সইবে নাকো প্রাণে,
পক্ষকালের এক লহমা মন থেকে তুই যাসনি সরে
ছিলি যখন দূর আড়ালে কৃষ্ণা চাঁদের সনে ।।
অমাবস্যার আধাঁর ফুঁড়ে,আবার যে তুই এলি ফিরে
জানি আবার যাবি চলে,দিন পনেরো গুনে,
তবু আমি স্বপ্ন গাঁথি,তো্র সোহাগে ভিজে আঁখি
জানবি না তুই জ্যোৎস্না তো্রে,রেখেছি কোন্ স্থানে ।
যুগ-শতাব্দি চক্রাকারে,কেঁদেছে প্রাণ তো্রই তরে
"তুই অধরা চিরকালই"-,এই সত্য জেনে শুনে,
হৃদয় বনের গহন কোণে,খেলব আমি তো্রই সনে
থাক অধরা, হোক "না-বলা" ; ভাসব প্রেমের বাণে ।।
~~~~০০০~~~

         ধূমকেতু

পাল ছেঁড়া নৌকো আমি
বিধ্বস্ত সামুদ্রিক ঝড়ে,
দিকভ্রষ্ট, ভাসিতে ভাসিতে বন্ধু
তোমার জলসীমায়,বন্দর পাড়ে।
প্রথম দর্শনেই লাগে স্বপ্নবৎ
আভিজাত্যের ছোঁয়া সমস্ত বন্দর জুড়ে,
অবাঞ্ছিত,উপযাচক,বেমানান বলেই
লাগিল নিজেরে এই পারিপাট্যের ভীড়ে।।
আথিতেয়তার কার্পণ্য করলেনা তুমি
সকল শ্রান্তি ভেসে গেলো আপ্যায়নের তোড়ে,
কিন্তু……অহর্নিশ প্রশ্ন করে মন আমায়—
এতটা প্রাধান্য কি আমার যোগ্যতায় ধরে?!
আমাকে যে ফিরিতেই হবে,নিয়ে ছেঁড়া পাল
অপেক্ষায় আছে রণক্ষেত্র,ওই সুদূর ওপারে,
গ্লানির দহন এড়াতে চলে যাবো তাই-
তবু মনটা যে থেকেই যাবে বন্ধু- তোমার “স্বপ্নপুরে” ।।
~~~~০০০~~~

    হারিয়ে গেছি

 আমি হারিয়ে গেছি
তোমরা কেউ কি দেখেছো আমায়?
এইতো ছিলাম----
ভোরে-সকাল বেলায় !!
তোমরা কেউ কি দেখেছো
গুগলে অথবা ফেসবুকে
অথবা কোনো উত্তেজক স্লোগানে-
কোনো সাম্প্রদায়িক মেলায়?
নিশ্চিত হেথা কোথাও
হারিয়ে গেছি আমি,
খোঁজার সমস্ত প্রয়াস বৃথা
না জানি কোন্ অবহেলায় ?
একটু খোঁজে দেখো বন্ধু
ইন্টারনেটের ঘুপচি গলিগুলো,
লোভনীয় যৌবনদীপ্ত নারীদেহ…..
আর প্রতিষ্ঠার “দৌড়-খেলায়” ।।
হয়ত বা কোনো রূপসীর
চোখেতে হারাতে পারি,
শিগগীর খোঁজো বন্ধু
ফিরতে যে হবে বেলায় বেলায় !
যদি বা না পাও খোঁজে
দয়া করে বলো তবে-
কি করে স্থান নিব পুনঃ
মায়ের পবিত্র জঠর ছায়ায় ??

~~~~০০০~~~

       বাঁচতে হয় বলেই

কেমন আছি?
অনেকদিন পর হাসালে বন্ধু
ছোট্ট একটি প্রশ্নে----
অন্য কেউ হলে হয়ত বলতাম- “ভাল”,
নিজেকেই বা ফাঁকি দেই কি করে
আছি
বেঁচে আছি ।।
যেমনটা বেঁচে থাকে
শুকিয়ে যাওয়া নদী- পাতা ঝরা গাছ
একবুক হতাশা আর লাঞ্ছনা বয়ে
রুক্ষ ইতিহাস রূপে ।
যেমনটা বেঁচে থাকে ধ্বংসস্তুপ
দূর্গ-অথবা বটবৃক্ষ
একদার অনেক হট্টরোল কলরবের
নীরব সাক্ষীরূপে
শুধু স্মৃতি বয়ে বয়ে ।।
সময়ের ভারী বোঝাতলে কুঁজো
অশীতিপর বৃদ্ধসম নুয়ে নুয়ে চলা-একটা জ়ীবন
যেমনটা হয়- দাগ পড়ে যাওয়া ফিল্ম
তেমনই,
তবে যথেষ্ট সজীব
সভ্যতার সাথে রোজ পাল্লা দিই
এই সমাজের সু-সভ্য নাগরিক হয়েই বাঁচি ।
শুধু কখনও কখনও মায়া কেটে যায়
সত্যকে আর ফাঁকি দেওয়া যায়না তখন,
কেউ না জানলেও,আমিতো জানি
নিছক বাঁচতে হয় বলেই যে বেঁচে আছি ।।
~~~~০০০~~~~

কোন মন্তব্য নেই: