।। ড. কফিল আহমেদ চৌধুরী।।
চাকা ঘুরছে
টাকা পড়ছে,
চাষি ফাঁসিতে ঝুলছে
এদিকে রাজনেতার আঙ্গুল ফুলছে,
সরকার ধুঁকছে
পুঁজিবাদের সীমা ফুঁসছে
কালোবাজারিরা হাসছে;
পেঁয়াজ কাঁদাচ্ছে
আলু লাফাচ্ছে
তো লবন উধাও হচ্ছে।
সহায় সম্বলহীন সদা মলিন
রিক্তরা ক্রমশ হচ্ছে বিলীন।
আসছে সেই দিন
চা ও হবে চিনি বিহীন,
রসনার ব্যঞ্জন --
ছড়াবে সর্বত্র রোদন।
কী বিচিত্র এই দেশ
লাঞ্ছনার নেই শেষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন