“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩

বিচিত্র এই দেশ


।। . কফিল আহমেদ চৌধুরী।।  














চাকা ঘুরছে

টাকা পড়ছে,

চাষি ফাঁসিতে ঝুলছে

এদিকে রাজনেতার আঙ্গুল ফুলছে,

সরকার ধুঁকছে

পুঁজিবাদের সীমা ফুঁসছে

কালোবাজারিরা হাসছে;

পেঁয়াজ কাঁদাচ্ছে

আলু লাফাচ্ছে

তো লবন উধাও হচ্ছে।

সহায় সম্বলহীন সদা মলিন

রিক্তরা ক্রমশ হচ্ছে বিলীন।

আসছে সেই দিন

চা ও হবে চিনি বিহীন,

রসনার ব্যঞ্জন --

ছড়াবে সর্বত্র রোদন।

কী বিচিত্র এই দেশ

লাঞ্ছনার নেই শেষ।

কোন মন্তব্য নেই: