“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৩

গীতিকবিতা

 ।। শৈলেন দাস।।
(পুলক বন্দ্যোপাধ্যায়ের মত গীতিকার হওয়ার স্বপ্ন ছিল দুচোখ জুড়ে।এগুলি সব কলেজ জীবনের লেখা)
















১.
চুপিসারে কেউ দেখবে আমায়
এই মনে জাগে আশা
অভিসারে কেউ ডাকবে আমায়
এই মনে জাগে আশা।
চোখের কাজলে আমার বুকে
নিজের ছবি সে দেবে এঁকে।।

চুপিসারে কেউ দেখবে আমায়
এই মনে জাগে আশা।।

খোলা জানালাতে নিরালায় বসে
নিজের অজান্তে সে দেবে হেসে
বুঝবেনা কখন যে সন্তর্পনে
হারিয়ে যাবে ভাল লাগার দেশে
অবসরে কেউ ভাববে আমায়
এই মনে জাগে আশা।
চুপিসারে কেউ দেখবে আমায়
এই মনে জাগে আশা।।

একাকী আয়নার সামনে দাঁড়িয়ে
দেখবে নিজেকে সে দুচোখ ভরে
'দেখছে কেউ' ভেবে সে লজ্জা পেয়ে
দুহাতে নেবে মুখ আড়াল করে
অভিলাষে কেউ খুঁজবে আমায়
এই মনে জাগে আশা।
চুপিসারে কেউ দেখবে আমায়
এই মনে জাগে আশা।।

২.
তোমার কালো কালো নয়নে
কাজলের টান টান
ঘায়েল করেছে আমাকে
পাইনা ভরসা বলি যে কেমনে
ভালবাসি তোমাকে।

ভুলতে পারিনা কখনো আমি
অধরে চাপানো হাসি
আঁচলে তোমার মুখ ঢাকানো
মেঘে যেন লুকানো শশী।
এমন স্মৃতি হয়ে যদি আস মনে
দায় যে বুঝানো মনকে
পাইনা ভরসা বলি যে কেমনে
ভালবাসি তোমাকে।

কেমন পিপাসা জাগিল মনে
মিটেও যা মিটেনা
তুমি যে ক্ষণিকের বিজুলি চমকানো
বুঝেও মন তা বুঝেনা।
চলে যেওনা প্রিয়তমা ছেড়ে আমাকে
ব্যথা দিয়ে হৃদয়কে
কখনো কি আমি করেছি অভিমান
কেন পাইনি তোমাকে?

৩.
তুমি আমার গান আমি তোমার কবি
লিখতে বসলে ভাসে চোখে তোমার ছবি
যতদিন পারি লিখে যাব আমি
আমার গানে থাকবে সুর তোমারি।
তুমি আমার গান আমি তোমার কবি।।

লিখব কী, ভেবেই পাইনা আমি
তাই তো, তোমার পায়েল নিয়ে লিখি
কাজল-কাল নয়ন কল্পনা করি
চুড়ির শব্দে বাস্তবে ফিরি
জ্ঞান ফিরিয়ে দেয় তোমার বিন্দি।।
তুমি আমার গান আমি তোমার কবি
লিখতে বসলে ভাসে চোখে তোমার ছবি।।

আর আময় পাগল করনা তুমি
এইবার তোমাকে পেতে চাই আমি
একটু ভালবাসায় আমি বুঝবনা
তোমার কোন কথাই আমি শুনবনা
মিষ্টি হেসে হেসে আর করনা দুষ্টুমি।।
তুমি আমার গান আমি তোমার কবি
লিখতে বসলে ভাসে চোখে তোমার ছবি।।

কোন মন্তব্য নেই: