।। রাজেশ চন্দ্র দেবনাথ ।।
১
নির্মিত আলোয় গুটিকতক ব্যর্থতা
অব্যাহতি নেই স্বাভাবিক প্রয়োজনে
ফৌত বিদ্যেগুলো লিখে রাখি
কুটিল মেঘে ।
২
ফ্যাচফ্যাচ বেলায় ভূষণ্ডি মনে
সেটে আছে অলৌকিক কলঙ্ক ।
মুখচোরা বৃক্ষটি সাজতে থাকে
ওপাড়ের মাধ্যাকর্ষণ মেখে ।
৩
গ্রাহ্য হয় না সাতসমুদ্র ঘাম
মানবিক বৈঠা টেনে
ঝকঝকে হাতের তালুতে বিজোড় বিজ্ঞপ্তি
সমস্ত দেনা জমতে থাকে চোখে চোখে ।
৪
বিচ্ছেদ শুধু বয়সের ইন্দ্রজাল
ব্রাত্য পাখিরা ব্যালকনিতে
পেতে রাখে মৃত্যু ।
৫
নালায়ক বায়নায় মরচে পড়ছে
পিন্ডারি আদিম স্মৃতি
ইদানিং গোলাকার পিরিচে
সারি সারি প্রতারকের উল্লাস ।
৬
প্রতিটি দরজায় আভিনয়
শিরঃপীড়া কয়েক রাতের,
মেয়াদি নয় পুদিনা স্বর্গ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন