“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৫ আগস্ট, ২০১৩

মন তোর এতো ভাবনা কেনে?---রামপ্রসাদী গান



















ন তোর এতো ভাবনা কেনে?
একবার কালী বলে বস রে ধ্যানে।।
জাঁক-জমকে করলে পূজা অহংকার হয় মনে মনে।
তুমি লুকিয়ে তাঁরে করবে পূজা, জানবে না রে জগজ্জনে।।
ধাতু-পাষাণ মাটির মূর্তি, কাজ কি রে তোর যে গঠনে?
তুমি মনোময় প্রতিমা করি, বসাও হৃদিপদ্মাসনে।।
আলোচাল আর পাকা কলা, কাজ কি রে তোর আয়োজনে?
তুমি ভক্তি সুধা খাইয়ে তাঁরে, তৃপ্ত কর আপন মনে।।
ঝাড়লণ্ঠন বাতির আলো, কাজ কি রে তোর সে রৌশনে?
তুমি মনোময় মাণিক্য জ্বেলে দেও না, জ্বলুক নিশিদিনে।।
মেষ-ছাগল -মহিষাদি কাজ কিরে তোর বলিদানে?
তুমি 'জয় কালী' 'জয় কালী' বলে, বলি দেও ষড়রিপুগণে।।
প্রসাদ বলে, ঢাকঢোল কাজ কিরে তোর সে বাজনে?
তুমি 'জয় কালী'  বলি দেও করতালি, মন রাখো সেই শ্রীচরণে।।

কোন মন্তব্য নেই: