“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৫ অক্টোবর, ২০১২

যোনি ধর্ম


















শেষ পাতে ঘাতক সহযোগে
চলো অমৃতের সন্ধান করি

ক্যাটরিনা, তোমার জন্য এক পেয়ালা
ফরাসী মদ সহযোগে, বিশ্বাসঘাতিনী বড়ি মেশানো
মধ্যরাতের বিশল্যকরণী রেখে গেলাম।

যে রাতে নিধন হয় যিশু অথবা ভাঙ্গে বৌদ্ধ স্তূপ
সেই সব রাতে কবর খুঁড়ে বেড়িয়ে আসে মোনালিসা
আকাশে উড়ান দেয় মধু চাঁদ।

হে বুদ্ধ,
নিখুঁত ময়নাতদন্ত হবে আগামী অমাবস্যায়
তোমার ভিনিগারে ভেজানো মৌলহৃদয়ের

তোমার খনিজ শরীরেরও পেয়েছি
রাখাইন কুমারীর অস্তিত্ব।

ক্যাটরিনা কক্সবাজারে এসো
জন্ম দেব অন্য মোনালিসার
অথবা পাথুরে রানির মমি

অথবা আঁকবো শেষ ছবি
'ক্রিস্টাল যোনি'র

1 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

I really appreciate what you post. You have a new subscriber now.